• ঢাকা
  • রবিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৪ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে  ইতিহাসের কলঙ্কজনক গনহত্যা দিবস পালিত 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৩২ পিএম;
পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে   ইতিহাসের কলঙ্কজনক গনহত্যা দিবস পালিত 
পিরোজপুর জেলা প্রশাসনের আয়োজনে  ইতিহাসের কলঙ্কজনক গনহত্যা দিবস পালিত 

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলা প্রশাসন আয়োজনে ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে আয়োজনে এক আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন, জাতীয় গোয়েন্দা সংস্থা এন এস আই এর যুগ্ম পরিচালক আব্দুল কাদের, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ। .

এসময় বীর মুক্তিযোদ্ধাগন, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, গনমাধ্যম কর্মী, মুক্তিযোদ্ধ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা ৭১’র গণহত্যাকে জাতিসংঘ থেকে আন্তর্জাতিক স্বীকৃতি লাভের জন্য সরকারের প্রতি আহবান জানান। . .

ডে-নাইট-নিউজ /

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ